• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

১৩ নারী বীরমুক্তিযোদ্ধাকে সন্মাননা 


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৯:২৪ পিএম
১৩ নারী বীরমুক্তিযোদ্ধাকে সন্মাননা 

লালমনিরহাটে ১৩ জন নারী বীরমুক্তিযোদ্ধাকে সন্মাননা দেওয়া হয়েছে। সোমবার সকালে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ভার্চুয়ালি এ সন্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এ সন্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সংরক্ষিত আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, কবি ও সমাজসেবী ফেরদৌসি বেগম বিউটিসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সম্মাননাপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধারা হলেন মোছা. রশিদা বেগম, সাজেদা খাতুন, মোছা. ফিরোজা চৌধুরী, শামিমা বেগম, শ্রীমতি শেফালী, মোছা. মোসলেহা বেগম, জ্ঞানবালা, রেজিয়া, মমেনা, মোছা. সালেহা বেগম, মোছা. খতিনা বেগম, মনোয়ারা বেগম ও আমিচা বেগম। 

Link copied!